আগামী ০২/১১/২০২৩খ্রি. তারিখে অভিভাবক সমাবেশ উপলক্ষে ছোলেমা আহমদ নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সকল ছাত্রীদের এবং অভিভাবকদের সকাল ১০:০০ ঘটিকায় উপস্থিত থাকার জন্য বলা হইলো। ২০২৩ সালে নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইনে ( eSIF পূরণের মাধ্যমে ) রেজিস্ট্রেশন প্রসঙ্গে অত্র বিদ্যালয়ের ওয়েবসাইট আপডেট এর কাজ চলমান আছে। ছোলেমা আহমদ নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, আগামী ০২/১১/২০২৩খ্রি. তারিখের মধ্যে রেজিষ্ট্রেশন কাজ সম্পন্ন করতে হবে।

President Message

প্রতিষ্ঠাতা

“Education is not Preparation of life, rather it is living” শিক্ষা শুধু জীবন প্রস্তুতির উপায় নয়, তা জীবন-যাপনের প্রণালীও বটে। শিক্ষাকে জীবনব্যাপি অনুসরণীয় প্রক্রিয়া হিসেবে দেখতে হবে এবং অভিজ্ঞতাকে শিক্ষা লাভের স্বাভাবিক কৌশল হিসেবে বিবেচনায় রাখতে হবে। আধুনিক শিক্ষা দর্শনে শিক্ষার্থীদের ব্যক্তিসত্তা বিকাশের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। শিক্ষার্থীদের ব্যক্তি স্বাতন্ত্রবোধ জাগ্রত করা এবং তাকে আত্মসত্তার আস্থাবান করে তোলাই শিক্ষার প্রধান লক্ষ্য হওয়া উচিত।
এ স্কুলের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে সুপরিকল্পিত পাঠ্যক্রম, সহ–পাঠ্যক্রম কর্মসূচির যথাযথ বাস্তবায়নের মাধ্যমে ছাত্রদের শারীরিক ও মানসিক গুণাবলীর সর্বোচ্চ উৎকর্ষ সাধন যাতে তারা সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে এবং ভবিষ্যতে দেশ ও জাতিকে উপযুক্ত নেতৃত্ব দিতে পারে। অভীষ্ট লক্ষ্য অর্জনে এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে অভিজ্ঞ, প্রশিক্ষিত ও নিবেদিত প্রাণ শিক্ষকমন্ডলী, অত্যাধুনিক পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান ল্যাব ও ব্যবহারিক ক্লাস এবং অত্যাধুনিকস্মার্ট ক্লাস রুম। । এ প্রতিষ্ঠানে রয়েছে আধুনিক তথ্য ও বইসমৃদ্ধ লাইব্রেরি; যেখানে পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন বই।প্রতিষ্ঠানটি সম্পূর্ণভাবে রাজনীতিমুক্ত এবং প্রকৃতিগতভাবে সাবলীল একটি আবাসিক প্রতিষ্ঠান।

Head Teacher Message

মোহাম্মদ বুলবুল ইসলাম

প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক

“Education is not Preparation of life, rather it is living” শিক্ষা শুধু জীবন প্রস্তুতির উপায় নয়, তা জীবন-যাপনের প্রণালীও বটে। শিক্ষাকে জীবনব্যাপি অনুসরণীয় প্রক্রিয়া হিসেবে দেখতে হবে এবং অভিজ্ঞতাকে শিক্ষা লাভের স্বাভাবিক কৌশল হিসেবে বিবেচনায় রাখতে হবে। আধুনিক শিক্ষা দর্শনে শিক্ষার্থীদের ব্যক্তিসত্তা বিকাশের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। শিক্ষার্থীদের ব্যক্তি স্বাতন্ত্রবোধ জাগ্রত করা এবং তাকে আত্মসত্তার আস্থাবান করে তোলাই শিক্ষার প্রধান লক্ষ্য হওয়া উচিত।

এ স্কুলের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে সুপরিকল্পিত পাঠ্যক্রম, সহ–পাঠ্যক্রম কর্মসূচির যথাযথ বাস্তবায়নের মাধ্যমে ছাত্রীদের শারীরিক ও মানসিক গুণাবলীর সর্বোচ্চ উৎকর্ষ সাধন যাতে তারা সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে এবং ভবিষ্যতে দেশ ও জাতিকে উপযুক্ত নেতৃত্ব দিতে পারে। অভীষ্ট লক্ষ্য অর্জনে এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে অভিজ্ঞ, প্রশিক্ষিত ও নিবেদিত প্রাণ শিক্ষকমন্ডলী, অত্যাধুনিক পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান ল্যাব ও ব্যবহারিক ক্লাস এবং অত্যাধুনিকস্মার্ট ক্লাস রুম। । এ প্রতিষ্ঠানে রয়েছে আধুনিক তথ্য ও বইসমৃদ্ধ লাইব্রেরি; যেখানে পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন বই।প্রতিষ্ঠানটি সম্পূর্ণভাবে রাজনীতিমুক্ত এবং প্রকৃতিগতভাবে সাবলীল একটি প্রতিষ্ঠান।

Our School History

জামালপুর সদর উপজেলাধীন ০৩নং লক্ষীরচর ইউনিয়ন ও পার্শ্ববর্তী ০৩টি ইউনিয়নে নারী শিক্ষা ও নারী শিক্ষা বিস্তারের কোন সুযোগ ছিল না কেননা অত্র অঞ্চলটি নদীবিধৌত চরাঞ্চল তাই মেয়েদের প্রাইমারি শিক্ষা সমাপ্তি করার পর উচ্চ শিক্ষা অভাবে বাল্য বিবাহর হার বেড়ে যাওয়া সহ ব্রহ্মপুত্র নদী পার হয়ে নারীদের শিক্ষা গ্রহণ করা ছিল ঝুঁকিপূর্ণ। নারীদের এই শিক্ষা গ্রহনের প্রতিবন্ধীকতা দূরি করার লক্ষে প্রাথমিক শিক্ষা সমাপ্তি সহ তাদের উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি করার উদ্দেশ্যে বারুয়ামারী গ্রামে ইউনিয়ন বাসীদের উদ্যোগে ১৫-১০-২০০০খ্রি. ৭৫.৭৫ শতাংশ জমির উপর সম্পূর্ণ বিনা বেতনে বারুয়ামারী নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি  স্থাপন করা হয়। পরবর্তী বছরে অর্থ্যাৎ ২০০১খ্রি.  শিক্ষা বর্ষের ৬ষ্ঠ হতে ৮ম শ্রেণী পর্যন্ত ৩১৫জন শিক্ষার্থী নিয়ে পাঠদান কার্যক্রম যাত্রা শুরু করেন। ০১-০১-২০০৩ সাল হইতে ৩১-১২-২০০৫খ্রি মোট ০৩ বছরে পাঠদান অনুমতি লাভ করেন। এবং ০১-০১-২০০৬খ্রি. হইতে ৩১-১২-২০১০খ্রি. মোট ০৫ বছরের জন্য প্রতিষ্ঠানটি প্রথম স্বীকৃতি পাই।২০০৬ সালে অত্র এলাকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মরহুম মেজাজ উদ্দিন আহমেদের পুত্র মশিউর রহমানের আর্থিক সহযোগীতা সহ অন্যান্য সহযোগীতার ভিত্তিতে মশিউর রহমানের পিতা-মাতার নামে ছোলেমা আহমদ নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় নামে নামকরণ করা হয়। প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ বুলবুল ইসলাম সহ সহকারী শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে দীর্ঘ ২২ বছর পাঠদানের পর বিগত ১২-০১-২০২৩খ্রি. তারিখে প্রতিষ্ঠানটির এমপিও ভূক্তি করণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে আপিলের মাধ্যমে এমপিও ভূক্ত হয়।বর্তমানে অত্র ইউনিয়নে এই প্রতিষ্ঠানটি একমাত্র বালিকা বিদ্যালয় যা বিনা বেতনে মনোরম পরিবেশের মধ্য দিয়ে বাস্তবমূখী সু-শিক্ষা দানে অগ্রণী ভূমিকা রাখছে।

শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা

আমাদের সম্পর্কে মতামত

Abdur Rahman
Abdur RahmanAbdur Rahaman Khan
Read More
This School is very good .My Clildren is studying here since 2017.I am so satisfied with their services.
Abdur Rahman
Abdur RahmanAbdur Rahaman Khan
Read More
This School is very good .My Clildren is studying here since 2017.I am so satisfied with their services.
Abdur Rahman
Abdur RahmanAbdur Rahaman Khan
Read More
This School is very good .My Clildren is studying here since 2017.I am so satisfied with their services.
Previous
Next